সারা বাংলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মশিউর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মশিউর রহমানকে আগামী চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (৩০ মে) শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 

ড. মশিউর রহমান সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা শেষ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেন।

ড. মশিউর রহমানের অনেক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক, চীনসহ বিভিন্ন  দেশের আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

ঝালকাঠির নলছিটি উপজেলার মিরহার গ্রামের কৃতী সন্তান মশিউর রহমান স্কুল জীবন থেকে রেডক্রস, স্কাউটিং, বিতর্কসহ নানা দায়িত্ব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বাবা মো. তোফাজ্জল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফায়জুল করিম তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।