সারা বাংলা

টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেপ্তার ৯ 

অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানানোর অভিযোগে রাজশাহীতে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় মহানগরীর ভদ্রা পার্ক, পদ্মা গার্ডেন, জিয়া পার্ক ও আলিফ-লাম-মীম ভাটার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন কিশোরী ও একজন কিশোর রয়েছে। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

গ্রেপ্তার অন্য পাঁচজন হলো, মহানগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার এসএম সিহাব ওরফে অন্তর (২৫), একই এলাকার মমিনুল ইসলাম (২৪), রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম (২০), রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তইল গ্রামের ইসতিয়াক আহমেদ ওরফে রিফাত (১৯) ও পবা উপজেলার বড় ভালাম গ্রামের লালন শাহ (২৪)।

বুধবার (২ জুন) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান। তিনি জানান, অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।