সারা বাংলা

মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা আরও ১৭ জনের করোনা পজিটিভ

মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউনের মধ্যে সেখান থেকে মৌলভীবাজারে আসা ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (২ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। 

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ৭১ জন প্লাস্টিক ফেরিওয়ালা জেলা সদরের বড়কাপন ও গুজারাই এলাকায় অবস্থান করছেন। এই দুই এলাকার পাঁচটি কলোনিতে গিয়ে পাওয়া যায় ৬৯ জনকে। সোমবার (৩১ মে) সকালে এসব এলাকা লকডাউন করে তাদের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা।

এর আগে ২৯ মে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকায় একটি কলোনিতে গিয়ে ৩৪ জনের করোনা পরীক্ষা করালে তাদের মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের দেওয়া তথ্যে জানা যায়, জেলা সদরের বড়কাপন ও গুজারাই এলাকায় তাদের সঙ্গে আসা আরও ৭১ জন অবস্থান করছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, ৭১ জনের মধ্য ২ জন চাঁপাইনবাবগঞ্জের নন। তাদের নমুনা পরীক্ষা করা হয়নি। গুজারাই এলাকায় ৬ জনের রিপোর্টে নেগেটিভ এসেছে। বড়কাপন এলাকার ১৭ জনের পজিটিভ এসেছে। 

তিনি বলেন, তাদের হাসপাতাল করোনা ইউনিটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।