সারা বাংলা

সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

গাজীপুর সিটি কপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের ইটাহাটা এলাকায় একটি আঞ্চলিক সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই উন্নয়নের কাজ শেষ করা হয়েছে। এতে সড়কটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৪ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিমপাশ দিয়ে একটি সড়ক চলে গেছে ইটাহাটা ও কলাবাধা এলাকার দিকে। সড়কটি এক সময় ১০-১২ ফিট প্রশস্ত ছিলো। গত তিন মাস আগে সড়কটি ৪০ ফিট প্রশস্ত করা হয়েছে। কিন্তু সড়কের মাঝে বৈদ‌্যুতিক খুঁটি থাকায় এর সুফল পাচ্ছেন না নগরবাসী। সড়কের মাঝে খুঁটি থাকায় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সড়কটিতে শুরু থেকে ৮টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে যা অপরসারণ করা হয়নি।

কলেজ গেটের পাশে চা দোকানি মো. আলমাস হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও ছোটবড় যানবাহন চলাচল করেন। এই রাস্তা ধরে মজলিসপুর, কলাপাড়া, ইটাহাটা, সালনাসহ ৮-১০টি এলাকার লোকজন চলাচল করেন। রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি থাকাতে সকলেই চলতে বাধার মুখে পড়ে।’

ইটাহাটা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাস্তার মাঝে খুঁটি রেখেই রাস্তার কাজ শেষ করেছে, এটা যুক্তিযুক্ত নয়। এতে যে কোনো সময়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাই অতি দ্রুত এই খুঁটিগুলো অপসারণ করা দরকার। সকাল থেকেই হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। তাই সমস্যার সৃষ্টি আগেই সমাধান প্রয়োজন।’

ভাওয়াল কলেজের শিক্ষার্থী মিনা আক্তার বলেন, ‘মাঝে মাঝে গাড়িতে যাতায়াত করার সময় বিদ্যুতের খুঁটির কারণে সমস্যায় পরতে হয়, দুটি গাড়ি সাইড নিতে পারে না। তাই দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের এই খুঁটি সরানো খুবই জরুরি।’

রিকশাচালক জুলহাস মিয়া বলেন, ‘আমরা এই রাস্তায় নিয়মিত চলাচল করি তাই সমস্যা হয় না কিন্তু অপরিচিত গাড়ি ঢুকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। ৩ মাস আগে রাস্তার কাজ শেষ হয়েছে। ভেবেছিলাম খুঁটি সড়িয়ে নিবে কিন্তু এখনো সরিয়ে দেয়নি।’

ওই সড়কের ঠিকারদার শহিদুল ইসলাম বলেন, ‘রাস্তা আগের থেকে প্রশস্ত হওয়ায় বৈদ্যুতিক খুঁটিগুলি সড়কের মাঝে পড়ে গেছে। এখন বিদ্যুতের খুঁটিগুলি যে কোনো এক পাশে দিতে হবে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের একপক্ষ চাচ্ছেন খুঁটিগুলি রাস্তার পূর্বপাশে দেওয়া হোক, কারণ কলেজ কর্তৃপক্ষ কোনো জায়গা ছাড় দেয়নি। কিন্তু পশ্চিম পাশের বাসিন্দারা অনেক মূল্যবান জমি রাস্তার জন্য বিনামূল্যে ছেড়ে দিয়েছেন।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মো. জাহাঙ্গীর আলম জানান, ওই রাস্তাসহ আরও বেশকিছু রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। প্রকৌশলী বিভাগকে দ্রুত সময়ের মধ্যে খুঁটিগুলি সরিয়ে যে কোনো এক পাশে নিয়ে যাওয়ার  নির্দেশ দেওয়া হয়েছে। তারা এটি নিয়ে কাজ করছে।