সারা বাংলা

ধামইরহাটে করোনায় একজনের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে করোনায় আক্রান্ত হয়ে সনাতন ভট্টাচার্য (৫৫) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুন) ভোর ৫টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

সনাতন ভট্টাচার্য উপজেলার আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের সুনীল ভট্টাচার্যের ছেলে। তিনি সনাতন ধর্মের পুরোহিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সনাতন ও তার ছেলে সজীব হিন্দু ধর্মের পুরোহিত হিসেবে বিভিন্ন জায়গায় পূর্জা অর্চনার জন্য যেতেন। বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে তারা করোনায় আক্রান্ত হতে পারেন। মৃত সনাতনের ছেলে সজীব ভট্টাচার্যও করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, গত ২৫ মে তারিখে সনাতন ও তার ছেলে সজীব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। গত ৩১ মে তারিখে বাবা ও ছেলের করোনা পজেটিভ ফলাফল আসে। পরবর্তীতে প্রশাসন তাদের বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গণপতি রায় জানান, হিন্দু সস্প্রদায়ের নেতা ও সরকারিভাবে সৎকার কাজে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে সনাতনের লাশ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সৎকার করা হয়েছে। এ ব‌্যাপারে সকলকে সচেতন থাকার জন‌্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত উপজেলায় মোট ২১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।