সারা বাংলা

এক মাসে হিলি স্টেশনে ভারত থেকে ৮৪ ওয়াগনে পণ্য আমদানি 

মে মাসে ভারত থেকে ৮৪ ওয়াগনে ২৭ হাজার ২৬১ মেট্রিকটন পণ্য আমদানি হয়েছে দিনাজপুরের হিলি রেল স্টেশনে। তা থেকে ভাড়া বাবদ সরকার রাজস্ব পেয়েছেন ২৩ লাখ ৯০ হাজার ৯৭ টাকা।

মঙ্গলবার ( ৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেল স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।

তপন কুমার চক্রবর্তী রাইজিংবিডিকে জানান, গত মাসে ভারত থেকে এই স্টেশনে ৪২ ওয়াগনে গম আমদানি হয়েছে ২৪ হাজার ৭৯২ মেট্রিকটন। তা থেকে ভাড়া আসছে ১১ লাখ ৯৭ হাজার ৪৮৩ টাকা। পেঁয়াজ আমদানি হয়েছে ৪২ ওয়াগনে ২ হাজার ৪৬৯ মেট্রিকটন। ভাড়া আদায় হয়েছে ১১ লাখ ৯২ হাজার ৬১৪ টাকা। চলতি মাসেও ভারত থেকে এই স্টেশনে পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।