সারা বাংলা

হিলি বন্দরের কার্যক্রম নিয়ে ভারতীয় ব‌্যবসায়ীদের ৪ শর্ত 

দিনাজপুর প্রতিনিধি আমদানি-রপ্তানি কার্যক্রম নিয়ে ৪ শর্ত দিয়ে এক চিঠি দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা।

বুধবার (৯ জুন) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ‌্যান্ডএফ এজেন্ট অ‌্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ।

সভাপতি আব্দুল আজিজ জানান, গত ৬ জুন ৪টি শর্ত দিয়ে ভারতের ব্যবসায়ীরা একটি চিঠি দিয়েছিলেন। শর্ত না মানলে আজ সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়ার কথা ছিলো ভারতের ব‌্যবসায়ীদের। তবে দুই দেশের চিঠি চালাচালির মাধ্যমে তা স্বাভাবিক রয়েছে।

তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে যে, আগামী শুক্রবারে তাদের সঙ্গে শর্ত নিয়ে আলোচনায় বসা হবে। তবে এই দুই দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে হবে। তার প্রেক্ষিতে আজও আমদানি-রপ্তানি চলছে। 

দুপুর ১২টা থেকে হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে বলেও জানান সভাপতি।