সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ১৫৮ 

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। একই সময়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৫ উপজেলায় ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ‌্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১১৫ জন, শিবগঞ্জ উপজেলায় ১৪, গোমস্তাপুর উপজেলায় ৯, নাচোল উপজেলায় ৭ ও ভোলাহাট উপজেলায় ১৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, জুন মাসের ১ তারিখে জেলায় করোনা শনাক্তের হার ৫৩ দশমিক ৯৯ শতাংশ ছিলো। পরের দুদিন একই হার থাকলে ৪ জুন হঠাৎ করে ৫৫ দশমিক ১৫ শতাংশ হয়। তারপর থেকে জেলায় করোনা সংক্রমণের হার কমতে থাকে। গত দুদিনে করোনা সংক্রমণের হার ১৯ দশমিক ১৯ শতাংশ। জেলায় মোট করোনায় আক্রান্ত ৩১৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৪৬৪ জন।

ডেডিকেটেড করোনা ইউনিটের তথ্য প্রদান কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার জানান, বর্তমানে করোনা ইউনিটে ৫০ জন চিকিৎসাধীন আছেন।