সারা বাংলা

ওসি’র নামে চাঁদাবজি করতে গিয়ে আটক ২

গাজীপুরের শ্রীপুরে ওসি’র নামে তিন লাখ টাকা আনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন দুই প্রতারক।

আটক দুজন হলেন, সাব্বির আহম্মেদ ফরিদ (৩০) ও তানভীর আহমেদ (৩৫)।

শুক্রবার (১১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন। সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১০ জুন) রাত ১০টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। 

পুলিশ জানায়, মিথ্যা মামলার নথি দেখিয়ে ও তা থেকে অব্যাহতির জন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় দুই যুবককে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা সাব্বির শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (নজালীপাড়া) গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তানভীর একই উপজেলার বাঘমারা গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি নিজেকে একটি দৈনিক পত্রিকার প্রতিনিধি হিসেবে পুলিশ ও স্থানীয়দের কাছে পরিচয় দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্তরা ঘটনার কথা পুলিশ এবং উপস্থিত স্থানীয় লোকদের কাছে স্বীকার করে। এ ব্যাপারে একটি মামলা রুজু করে সকালে আদালতের মাধ্যমে অভিযুক্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।