সারা বাংলা

নোয়াখালীতে করোনায় নতুন শনাক্ত ১০২, মৃত্যু ১

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৬ জনে।

শনিবার (১২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৭টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৫৯ জন, সুবর্ণচরের একজন, বেগমগঞ্জের ১১ জন, সোনাইমুড়ীর ছয়জন, চাটখিলের তিনজন, সেনবাগের তিনজন, কোম্পানীগঞ্জের ১৪ জন ও কবিরহাট উপজেলার ৫ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৮৬ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৫২০ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৬৬ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৬ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০৩ জন।