সারা বাংলা

মুজিবনগরের দুই গ্রামে করোনায় ২ জনের মৃত্যু, আতঙ্ক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী দু’টি গ্রামে করোনায় আক্রান্ত দুইজন মারা গেছেন। এতে ওই দু’টি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান।

মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত আইজুদ্দিনের স্ত্রী সালেহা খাতুন (৭০) নিজ বাড়িতে এবং বাগোয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য মানিকনগর গ্রামের বাসিন্দা ইছারুদ্দিন (৭৫) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ জুন) মারা যান।

ডা. মুজিবুর রহমান জানান- সালেহা খাতুন গত ৩১ মে করোনা সংক্রমিত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার তিনি নিজ বাড়িতে মারা যান।

মেহেরপুর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান- মানিকনগর গ্রামের ইছারুদ্দিন গত ৭ জুন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি শুক্রবার সকালে মারা যান।

মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন- ছোট্ট এ জেলাটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। এর মধ্যে মুজিবনগর উপজেলার বাসিন্দা ৪০ জন। এছাড়া এ পর্যন্ত (১১ জুন) মারা গেছেন ২৫ জন।  যার মধ্যে মুজিবনগর উপজেলার বাসিন্দা রয়েছেন ৫ জন।