সারা বাংলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১২ কিলোমিটার যানজট 

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। এতে ধীরগতিতে চলছে গাড়ি। ফলে ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারীরা।

সোমবার (১৪ জুন) সকাল থেকে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত সড়কের উভয় দিকে ১২ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে টঙ্গী ব্রিজের পর থেকে স্টেশন রোড, চেরাগআলী, গাজীপুরা, বোর্ড বাজার, ছয়দানা, বাসন সড়ক, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা মোড় পর্যন্ত যানজট রয়েছে।  এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণত মানুষ। যান নিরসনে সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন যাত্রীরা।

সহকারী পুলিশ কমিশনার জানান, বিআরটি প্রজেক্টের কাজ চলমান থাকায় এবং বৃষ্টিতে মহাসড়কের কোথাও কোথাও পানি নিষ্কাশন না হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা। নগরীর বিভিন্নস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা যানজট নিরসনে কাজ করছেন।