সারা বাংলা

হবিগঞ্জে নতুন ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীন ৪৬২ পরিবার 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হবিগঞ্জে গৃহ ও ভূমিহীন আরও ৪৬২ পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবেন।

এদিন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে সরাসরি সংযুক্ত হতে পারেন বলে জানিয়েছেন, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়। এর আগে ১ম ধাপে গত ২৩ জানুয়ারি নতুন ঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সরাসরি চুনারুঘাটে যুক্ত হয়েছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০ জুন হবিগঞ্জ সদর উপজেলায় ৮৫টি, শায়েস্তাগঞ্জে ৩০টি, লাখাইয়ে ৫৯টি, নবীগঞ্জে ৮৫টি, বানিয়াচংয়ে ৬৮টি, আজমিরীগঞ্জে ৬৮টি, চুনারুঘাটে ৬টি, বাহুবলে ২৭টি এবং মাধবপুর উপজেলায় ৩৪টি ঘর হস্তান্তর করা হবে।

এছাড়াও ব্যক্তি উদ্যোগে জেলার ৯ উপজেলায় আরও ২৫টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মাঝে সবচেয়ে বেশি চুনারুঘাট উপজেলায় ৯টি। এগুলোও প্রশাসনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভূমি এবং গৃহহীনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি প্রথম ধাপে চুনারুঘাট উপজেলার ৭৪টি পরিবারের জন্য নির্মাণ করা ঘর হস্তান্তরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।