সারা বাংলা

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ ১৯১ জন শনাক্ত

নোয়াখালীতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৯১ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। যা গত ১১ মাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত। নতুন আক্রান্তের হার শতকরা ৩৩ দশমিক ৫৭ ভাগ। এতে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮৩৬ জনে।  

তবে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনায় কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১২৭।

মঙ্গলবার (১৫ জুন) সকালে বিষয়টি  নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় এই ১৯১ জনের করোনা শনাক্ত হয়।  এর মধ্যে রয়েছেন নোয়াখালী সদরের ১২৫ জন, বেগমগঞ্জের ২০ জন, সুবর্ণচরের ১ জন,  সোনাইমুড়ীর ৩ জন, চাটখিলের ৬ জন, সেনবাগের ২ জন, কোম্পানীগঞ্জের ২৭ জন ও কবিরহাটের ৭ জন ।

মোট আক্রান্তের মধ্যে নোয়াখালী সদরের ৩ হাজার ৬৭৩ জন আর বিভিন্ন উপজেলার রয়েছেন ৬ হাজার ১১৬ জন।