সারা বাংলা

রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের  মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বুধবার  সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

বুধবার (১৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

উপ-পরিচালক জানান, মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন রোগী করোনা পজিটিভ ছিলেন। আর আটজন উপসর্গে মারা গেছেন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৮ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।