সারা বাংলা

ময়মনসিংহ মেডিক্যাল থেকে ১৩ প্রতারক গ্রেপ্তার 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। 

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

র‌্যাব-১৪ অধিনায়ক আবু নাঈম মো. তালাত বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্ম বেড়েছে- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব দালাল ও প্রতারক হাসপাতালের সরকারি সেবায় ভোগান্তিসহ নানান অসুবিধার মিথ্যে অজুহাত দেখিয়ে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের ভাগিয়ে নিয়ে যায়। এতে রোগীরা নানান হয়রানির শিকার হয়।

আটককৃতরা হলো— নগরীর চরপাড়া এলাকার এনায়েত কবির (৪২), একই এলাকার মনোয়ার হোসন (৪২), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, দিঘারকান্দা এলাকার ফিরোজ মিয়া (৫০), মাসকান্দার আলাল উদ্দিন (৬০), শিকারীকান্দার নজরুল ইসলাম (৪০), সদরের সিরতা আলা উদ্দিন (৫৫), বাঘমারা এলাকার টুটুল আহমেদ শরীফ (৩৭), সদরের বোররচর এলাকার সোহেল মিয়া (৩১), কালীবাড়ি এলাকার আলমগীর হোসেন (৪২), বড়ভিলা এলাকার আসাদুল ইসলাম মিশু (২৭)।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।