সারা বাংলা

মেহেরপুরে করোনায় ২ জনের মৃত্যু

সীমান্ত জেলা মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এরা হলেন, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের শাহিনা খাতুন (৬০) এবং গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুল হান্নান (৬২)।  

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   তিনি জানান, শাহিনা খাতুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ২ দিন পর তার মৃত্যু হয়।  অপর দিকে আবদুল হান্নান ৮ দিন পূর্বে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এনিয়ে মেহেরপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, গাংনী উপজেলায় ১২ জন ও অপর ৬ জন মুজিবনগর উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, জেলায় নতুন করে ২০ জন করোনা রোগী চিহ্নিত হয়েছে।  বতর্মানে জেলায় করোনা আক্রান্ত ২৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।