সারা বাংলা

ছেলেকে নিয়ে আর ফ্রিজ কেনা হলো না গোলাম মাওলার 

ছেলেকে নিয়ে আর ফ্রিজ কেনা হলো না গোলাম মাওলার (৩৫)। বিদুৎস্পৃষ্ট হয়ে ছেলেসহ নিহত হয়েছেন তিনি। 

রোববার (২০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন— উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়িয়ার খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা ও তার ছেলে জুবায়ের (১১)। এই ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আলমগীর ভূইয়া জানান, গোলাম মাওলা শ্রমিকের কাজ করেন। জমানো টাকা দিয়ে তিনি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিয়েছিলেন। এই কারণে ভোর থেকেই ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিলেন তিনি। এসময় ঘরের একটি স্টিলের আলমারিতে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তারা বিদুৎস্পৃষ্ট হন।  এতে ঘটনাস্থলেই গোলাম মাওলা ও তার ছেলে জুবায়ের মারা যান। 

ওসি আরও জানান, এসময় তার স্ত্রী শামসুন্নাহারও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।