সারা বাংলা

তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি’ থেকে মুক্তি পেতে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি ও ষড়যন্ত্র’ থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছেন আ. লতিফ মিয়া। 

মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলার সখীপুর-ঢাকা সড়কের ঘেচুয়া ছাপড়াবাজার এলাকায় মানববন্ধনে নির্যাতিত পরিবার ও গ্রামবাসী অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে ব্যবসায়ী আ. লতিফ অভিযোগ করে বলেন, ‘আয়শা খাতুনের সাথে আমি দীর্ঘ দিন ঘর-সংসার করি। তিনি একজন চরিত্রহীন নারী। সংসারে থাকাকালীন তিনি আমাকে ও আমার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। আমি একজন নির্যাতিত পুরুষ। নির্যাতন সহ্য করতে না পেরে আমি গত ৬ মাস আগে তালাক দেই। তালাকপ্রাপ্ত হয়েও তিনি আমার বাড়ি দখল করে আছেন।’

তিনি আরও বলেন, ‘ব্যবসার কাজে আমি বাইরে থাকায় তিনি বেপরোয়া চলাফেরা করতেন। এগুলো বলতে গেলে তিনি আমাকে হুমকি-ধামকি দিতেন। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য সাহাবউদ্দিন আহম্মেদ, ভুক্তভোগীর মা খামিরন নেছা, ওয়ার্ড আ. লীগের সভাপতি ইয়াছিন আলী, মিনহাজ উদ্দিনসহ অনেকেই।