সারা বাংলা

টাঙ্গাইলে সরকারি হাসপাতালে ফাঁকি দিয়ে ক্লিনিকে কাজের অভিযোগ

সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে। সরকারি চাকরি করে তিনি ঘাটাইলের কমফোর্ট হসপিটাল ও রেলা ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি দায়িত্বে অবহেলা করছেন। যে কারণে স্থানীয়রা দাঁতের সমস্যা নিয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। রেজাউল ইসলামকে একাধিক শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দায়িত্ব পালন করার নিয়ম থাকলেও রেজাউল নিয়মের তোয়াক্কা করেন না। তিনি প্রতিদিন সকালে  ৯টায় অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে ঘাটাইল চলে যান।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসা করাতে আসা আবু হানিফ বলেন, ‘ইতিপূর্বে দুইবার দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে এসেও রেজাউল ডাক্তারকে পাইনি। যে কারণে বেশি টাকা খরচে করে বাইরে থেকে দাঁতের ডাক্তার দেখাতে হয়েছে আমাকে।’

‘রেজাউল ইসলামের কাছে দাঁতের সমস্যা নিয়ে গেলে তিনি তার ব্যক্তিগত ক্লিনিকে যাওয়ার ভিজিটিং কার্ড ধরিয়ে দেন।’ এমন অভিযোগ করেছেন স্থানীয় রোগী গোপাল মিয়া। 

কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বলেন, ‘দায়িত্ব অবহেলার কারণে রেজাউল ইসলামকে এর আগেও একাধিকবার শোকজ করা হয়েছে। তারপরও তিনি নিয়ম মেনে অফিসে থাকেন না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।’

অভিযুক্ত রেজাউল ইসলামের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নিয়ম মেনেই অফিস করি। আজকে শুধু একটার আগে অফিস থেকে বের হয়েছি।’