সারা বাংলা

বগুড়ায় করোনায় আরও ৮ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও আট জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, জেলায় মোট মারা গেলেন ৩৬৫ জন। আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫২ জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ২৯৮ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৯১ জন। 

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তারা হলেন, বগুড়া সদরের সেতারা বেগম (৭৮) ও আবুল কালাম আজাদ (৭৪), জয়পুরহাটের হাসনা বেগম (৬৫), লুৎফর রহমান (৬৫) মামুন সরদার (৪৫) আহাদ আলী (৭৫) ও নূর জাহান (৩০) এবং নওগাঁর রিয়াজউদ্দীন (৬০)। 

এদের মধ্যে সেতারা, হাসনা ও লুৎফর রহমান টিএমএসএস হাসপাতালে, আবুল কালাম আজাদ, নূর জাহান ও রিয়াজউদ্দীন  শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে এবং আহাদ আলী ও মামুন সরদার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।