সারা বাংলা

রান্নাঘরের মাটি খুঁড়ে ৫০টি সাপের বাচ্চা উদ্ধার

মাঝে মধ্যে ঘরে রাখা ডিম উধাও, এমনকি মুরগির বাচ্চাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তাতেই সন্দেহ হয় গৃহকর্তার। পরে রান্নাঘরের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ৫০টি সাপের বাচ্চা। ধারণা করা হচ্ছে, এগুলো পদ্ম গোখরা সাপের বাচ্চা।

আজ শুক্রবার (২৫ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের পাট ব্যবসায়ী শওকত সেখের বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

ব্যবসায়ী শওকত সেখ জানান, বেশ কিছুদিন ধরে রান্নাঘরে রাখা ডিম, পালন করা মুরগির বাচ্চা উধাও হয়ে যাচ্ছিলো। বৃহস্পতিবার (২৪ জুন) একটি মুরগি মরা পাওয়া গেলে ঘরে সাপ রয়েছে এমন ধারণা হয়। আজ সকালে কাশিয়ানী উপজেলার গাড়লগাতী গ্রামের সুপুড়ে বিল্লাল মিয়াকে খরর দেওয়া হয়। পরে বিল্লাল মিয়া এসে মাটি খুঁড়ে একে একে ৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে। 

সুপুড়ে বিল্লাল মিয়া বলেন, ‘এখানে বড় দুটি সাপ রয়েছে। সেই সাপ দুটিকে খুঁজে বের করে ধরার চেষ্টা করছি।’ পাশের বাড়ির নুরু গাজী, রামজান মোল্যা, প্রকাশ বিশ্বাস বলেন, বাড়ির লোক এখন ভয়ের মধ্যে আছে।