সারা বাংলা

কঠোর লকডাউনের খবরে গ্রামে ফিরছেন অনেকে 

কঠোর লকডাউনের খবরে ঢাকা ছাড়ছেন অনেকে। শনিবার (২৬ জুন) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়া ঘাটমুখী মানুষের ভিড় লক্ষ‌্য করা গেছে। 

রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট।  গণপরিবহন ও দূর পাল্লার বাস বন্ধ থাকায় রিকসা, ভ্যান, হ্যালো বাইক, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলে করে যাত্রীরা কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে যাচ্ছেন। কয়েক দফা গাড়ি পরিবর্তন ও কয়েক কিলোমিটার হেঁটে ঘাটে পৌঁচ্ছাছেন তারা। 

শনিবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘সাভারের একটি বেকারিতে ৯ বছর ধরে কাজ করি। পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে কাজ করতাম। কঠোর লকডাউনে সব কিছু বন্ধ থাকবে। তাই গ্রামের বাড়ি চলে যাচ্ছি।’ 

রাবেয়া খাতুন নামে একজন বলেন, ‘কাশিমপুর এলাকায় রান্নার কাজ করে চলতাম। কঠোর লকডাউনের খবরে সবাই বাড়ি যাচ্ছে, তাই আমিও বাড়ি যাচ্ছি। কাজ করতে না পারলে ঢাকায় থেকে কী করবো। তারপর সামনে আবার ঈদ।’

রোবায়েত হোসেন নামে এক যাত্রী বলেন, ‘নবীনগর থেকে মানিকগঞ্জ আসতে পাঁচ বার গাড়ি পরিবর্তন করেছি। ১৬০ টাকা খরচ হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশাসনের তৎপরতা থাকায় পায়ে হেঁটে আসতে হয়েছে।’ 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চেক পোস্ট বসানো হয়েছে। অপ্রয়োজনে আসা গাড়িগুলো ফেরত পাঠানো হচ্ছে। তারপরও সাধারণ মানুষ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।’ 

জাহিদুল হক/ইভা