সারা বাংলা

বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের তাহিরপুর বিচ্ছিন্ন 

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যোগাযোগ বিচ্ছিন্ন হযে পড়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা।

মঙ্গলবার (২৯ জুন) উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখো গেছে। এতে ছোট-বড় বেশ কিছু সড়ক তলিয়ে গেছে। 

তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার ব্রিজের সামনের সড়কটিও ঢলের পানিতে ডুবে গেছে। এতে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে।

তাহিরপুরের স্থানীয় আসিক মিয়া বলেন, ‘উপজেলার সব নদীতে পানি বাড়ছে। শুনেছি আনোয়ারপুর বাজারের পাশের সড়ক পানিতে ডুবে গেছে।’ 

আনোয়ারপুর গ্রামের স্থায়ী বাসিন্দা লিমন আহমেদ বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাতে সড়কগুলো পানিতে তলিয়ে যাচ্ছে। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে সুনামগঞ্জের সঙ্গে যাতায়াত প্রায় বন্ধ।’ 

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘টানা বৃষ্টিপাতে উপজেলার নদ-নদী ও নিম্নাঞ্চলগুলিতে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’