সারা বাংলা

‘হিটলারের’ ওজন ২৮ মণ

উচ্চতা সাড়ে পাঁচ ফিট। লম্বা নয় ফিট। নাম হিটলার। ওজন ২৮ মণ। হিটলারের মালিক নীলফামারীর পাঙ্গামটকপুর ইউনিয়নের বেকনুর রহমান। জেলার মধ্যে হিটলার সবচেয়ে বড় গরু বলে দাবি বেকনুর রহমানের। বেকনুর তার আদরের হিটলারের দাম হাঁকাচ্ছেন ১০ লাখ টাকা। 

বেকনুর রহমান বলেন, ‘ছয় মাস থেকে হিটলারের বাড়তি যত্ন নিচ্ছি। এবার কোরবানির হাটে তুলবো। লকডাউনের কারণে ঢাকা থেকে ক্রেতা না আসলে তেমন দাম পাওয়া যাবে না। হয়তো এতো বড় গরুর ক্রেতাই পাবো না।’

তিনি বলেন, ‘আমি গরু ব্যবসায়ী। তিন বছর আগে দিনাজপুর জেলার কাহারোল থেকে ৫৩ হাজার টাকায় একটি গরু কিনি। বাড়িতে আানার পর সবাই গরুটি খুব পছন্দ করে। আর আমাকে বিক্রি করতে নিষেধ করে। আমারও পছন্দ হওয়ায় আর বিক্রি করি নাই। অল্প কিছু দিনের মধ্যেই গরুটি আমাদের বাড়ির সাবাইকে চিনে ফেলে। আমার ছেলে শামীম তো সারাদিন গরুটি নিয়েই ব্যস্ত থাকে। শামীম তার নাম হিটলার রেখেছে।’

শামীম বলেন, ‘হিটলার ভূসি, ঘাস, ভুট্টার গুড়া ও খৈল খায়। তিস্তা নদীর পাড় থেকে আমি প্রতিদিন ঘাস কেটে আনি। হিটলার ঘাস খেতে পছন্দ করে। প্রতিদিন হিটলারের জন্য প্রায় ৫০০ টাকা খরচ হয়। আমরা ভালো খেতে না পারলেও হিটলারকে ভালো খাবার দেই।’

প্রতিবেশী ফজলে হক বলেন, ‘এর আগে এতো বড় গরু আমাদের এলাকায় ছিল না। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে হিটলারকে দেখতে মানুষ আসে।’

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘লকডাউনের কারণে অনলাইনে গরু বিক্রি হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ডোমার উপজেলায় কয়েকটি হাট চলবে। খামারিদের গরু বিক্রি করতে আমরা সহযোগিতা করবো।’