সারা বাংলা

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে স্টাইল ক্রাফট লি. কারখানার শ্রমিক ও স্টাফরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার ( ৮ জুলাই) সকালে সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ৮ জুলাই) সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করে। এর কিছুক্ষণ পর শ্রমিকেরা একযোগে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে জয়দেবপুর ঢাকা সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে। এখন ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

ওই প্রতিষ্ঠানের শ্রমিক রায়হান জানান, তাদের আগের বছরের ৩ মাস ও চলতি বছরের ৩ মাসসহ মোট ৬ মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ তাদের বার বার শুধু আশ্বাস দিচ্ছে অথচ বেতন দিচ্ছে না। শুধু কাজ করাবে অথচ বেতন দিবে না, এটা মেনে নেওয়া হবে না।

আরেক শ্রমিক সুমন বলেন,  ‘৪ হাজার শ্রমিককে মাঝেমধ্যে কিছু বেতন দেয় আবার হঠাৎ করেই বন্ধ করে দেয়। গত মাসেও ৩টা ডেট দিয়েও শেষ পর্যন্ত বেতন দেয়নি। বেতন না দিলে আমাদের কীভাবে চলবে। প্রতিষ্ঠানের মালিককে নিজে এখানে আসতে হবে এবং আজ বিকেলের মধ্যে বেতন না দিলে সড়ক এভাবেই অবরুদ্ধ করে রাখা হবে।’

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি বলে বক্তব‌্য পাওয়া সম্ভব হয়নি।