সারা বাংলা

কাঁচপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

দুই মাসের বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টায় জেলার কাঁচপুরে সিনহা গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে উত্তেজিত শ্রমিক  মহাসড়ক অবরোধ করে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, পরে খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা অবরোধ সরানোর চেষ্টা করছে।