সারা বাংলা

হঠাৎ পানি বেড়ে তিস্তাপাড়ে আতঙ্ক

বৃষ্টির পানি ও উজানের ঢলের কারণে তিস্তা এখন ভরা যৌবনা। এ অবস্থায় তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার নিচে থাকলেও ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যার পর থেকেই হঠাৎ বাড়তে থাকে তিস্তার পানি। এমনিতে অব্যাহত রয়েছে তিস্তার বামতীরের ভাঙন। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ে তিস্তাপাড়ের মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা দোয়ানী ব্যারাজে সন্ধ্যা ৬ টায় বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। কয়েক ঘন্টার মধ্যে পানি বেড়ে রাত ৯টায় ২০ সেন্টিমিটার উপর দিয়ে এবং রাত একটায় ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আবার রাত ২টার পর থেকেই পানি কমতে থাকে। শুক্রবার (৯ জুলাই) সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে ২০ সেন্টিমিটার পানি কমে গিয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে ধরলার শিমুলবাড়ি পয়েন্টে ২.৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতে উজানের ঢলে তিস্তার পানি হঠাৎ বেড়ে যায়। বর্তমানে ১০ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে কয়েক ঘণ্টার মধ্যেই পানি বিপৎসীমার নিচে যাবে। পানি উন্নয়ন বোর্ড পানির কারণে ঘটা বিপৎ নিয়ন্ত্রণে কাজ করছে।