সারা বাংলা

করোনায় উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরও ৮ মৃত্যু

সাতক্ষীরায় গত একদিনে করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গেলো চব্বিশ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

শুক্রবার (৯ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মানস কুমার মণ্ডল জানান, এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪০৪ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৬ জন। 

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। 

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, করোনা প্রতিরোধে চলমান লকডাউনে কঠোর অবস্থানে আছে প্রশাসন। বিধিনিষেধ বাস্তবায়নে জেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। এছাড়া সেনাবাহিনীর ১০টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্য মাঠে রয়েছে।