করোনা ভাইরাস সংক্রোমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালিন সময়ে জরুরি পন্যবাহি যানবাহন ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যাত্রীবাহী পরিবহন ও ফেরিতে যাত্রী বহনের নিষেধাজ্ঞা চলমান থাকলেও একই নির্দেশনা আবার জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
শুক্রবার (০৯ জুলাই) নিষেধাজ্ঞাটি পুনরায় জারি করে বিআইডব্লিউটিসি।
এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম।
তিনি জানান, চলমান লকডাউনের শুরু থেকেই সরকারের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র জরুরি পরিষেবার আওতায় থাকা যানবাহন নিয়ে ফেরিতে পারপার করা হচ্ছে।
তবে গত ৮ ও ৯ জুলাই নতুন করে সাধারণ যাত্রী ও যাত্রীবাহী ব্যাক্তিগত গাড়ি ফেরিতে পারাপার হচ্ছিল। এ কারণে একই নিষেধাজ্ঞার ঘোষণা আবার দেওয়া হয়েছে। যা গণমাধ্যমে সেটি প্রচার হবে এবং ঘাটে আগত সাধারণ যাত্রীরা সেটা আবার নতুন করে জানতে পারবে। সেই উদ্দেশ্যেই নতুন করে একই ঘোষণা আবার দেওয়া হয়েছে বলেও জানান বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক।