সারা বাংলা

পাবনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

উত্তরের জেলা পাবনায় নতুন করে ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পাবনায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড। নতুন আক্রান্তের মধ্যে ঈশ্বরদী উপজেলাতেই রয়েছেন ২২৫ জন।

এ সময়ের মধ্যে নতুন করে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন করোনায় ও পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন উপসর্গে মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, আমিনপুন থানার চরগোবিন্দপুর এলাকার রমজান আলীর ছেলে জামাল আহমেদ (৮০), আমিনপুর থানার তালিমনগর মহল্লার মৃত ওয়াহেদ আলীর ছেলে হুমায়ুন আহমেদ (৬৫), সদরের রাঘবপুর অঞ্চলের শাহিদা আক্তার (৫২)। এ ছাড়া করোনায় রাজশাহী মেডিক্যাল কলেজে মৃত ব্যক্তি হলেন, পাবনার সুজানগর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে হামিদুল ইসলাম (৬৫)।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৪৮ জনের করোনা ধরা পড়ে। গত এক সপ্তাহে আক্রান্ত ১৪০৬ জন এবং এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৪৩ জন। জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ ঘণ্টায় ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৭ জন। তবে করোনা উপসর্গে মারা যাওয়ার তথ্য স্বাস্থ্য বিভাগে নেই।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বলেন, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৮ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৩.২৩ শতাংশ।