সারা বাংলা

খুলনার তিন হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

খুলনার তিন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন। 

রোববার (১১ জুলাই) সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ‌্য জানান। 

তারা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন, বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ২ জন এবং জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। 

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে দুজনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। যার মধ্যে রেড জোনে রয়েছেন ১২১ জন, ইয়ালো জোনে ৩৬ জন, আইসিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। 

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। এরমধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৭ জন নারী। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১৩৪ জন। এছাড়া, নতুন করে ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।