সারা বাংলা

অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা হবে: পুলিশ সুপার

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, রূপগঞ্জে হাসেম ফুড ভেবারেজ কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনে গাফলতির প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে আদালতে উপাস্থাপন করা হবে।

রোববার (১১ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে রাইজিংবিডিকে তিনি এসব কথা বলেন। 

পুলিশ সুপার বলেন, ‘কারখানায় আগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুলিশ মামলা করেছে। আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কারখানাটি পরিদর্শন ও তদারকির কাজে দায়িত্বে থাকা কলকারখানা অধিদপ্তর ও ফায়ার সার্ভিসসহ যেসব প্রতিষ্ঠান দায়িত্ব পালন করেছে তাদের গাফলতি আছে কি না সেই বিষয়ে বেশ কয়েকটি তদন্ত কমিটি হয়েছে। এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, ওই ভবন নির্মাণে ত্রুটি ছিল। শিল্প কারখানা ভবন নির্মাণ করতে যে ধরনের ছাড়পত্র নেওয়া প্রয়োজন ছিল এবং অগ্নি নির্বাপণে যে ব‌্যবস্থা থাকা দরকার ছিলো প্রাথমিক তদন্তে তার অভাব পাওয়া গেছে।

উল্লেখ‌্য, গত ৮ জুলাই সন্ধ‌্যায় রূপগঞ্জে হাসেম ফুড ভেবারেজ লিমিটিডের কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন মারা যান।