সারা বাংলা

ছেলের মুক্তির দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন তানুর বাবা-মা

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় গ্রেপ্তার ছেলে সাংবাদিক তানভির হাসান তানুর মুক্তির দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা আবু তাহের (৬০) ও মা রানী আখতার (৫২)।

রোববার (১১ জুলাই) ঠাকুরগাঁও আদালত চত্বরে বাবা-মায়ের এমন করুণ দৃশ্য চোখে পড়ে।

এরআগে শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেপ্তার করে পুলিশ।

কোর্ট চত্বরে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিক তানুর মা রানী আখতার বলেন, ‘আমার ছেলে কোনো অন্যায় করেনি। সে সৎ পথে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার কাজ করছে। একটি সত্য সংবাদ প্রকাশ করে যদি আমার ছেলেকে জেলে যেতে হয় এর থেকে বড় কষ্ট নেই। আপনারা সকলে আমার ছেলেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। সারা দেশের সাংবাদিকের কাছে আমার দাবি, আমার ছেলের জন্য কিছু করুন।’

সাংবাদিক তানুর বাবা আবু তাহের বলেন, ‘আমার ছেলে বেশ কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত ছিলো। সবেমাত্র সে সুস্থ হয়েছে তবে এখনো দুর্বলতা কাটেনি। একজন সাংবাদিককে যদি সঠিক লিখা লিখে জেলে যেতে হয় তাহলে দেশে সাংবাদিকতার কি অবস্থায় দাঁড়িয়েছে?’

এসময় পরিবারের অন‌্যান‌্য স্বজন উপস্থিত ছিলেন।