সারা বাংলা

সাংবাদিক তানু: অসুস্থ অবস্থাতেই রিমান্ড আবেদন 

অসুস্থ অবস্থাতেই সাংবাদিক তানভির হাসান তানুর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবদন করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।

রোববার (১১ জুলাই) দুপুর ১২টার সময় তাকে হাসপাতাল থেকে কোর্টে হাজির করা হয়। পরে তার বিরুদ্ধে ৫ দিনের আবেদন করে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মামলার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) ডালিম।

এর আগে শনিবার দিবাগত গভীর রাতে শ্বাস কষ্টজনিত সমস্যা হলে থানা থেকে হাসপাতালে নেওয়া হয় সাংবাদিক তানুকে। সাংবাদিক তানুর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ তারিখে তানভির হাসান তানু করোনা থেকে সুস্থ হন। তবে এখনও তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। তাকে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে।

তানুর স্বজনরা বলেন, ‘এমন অবস্থায় তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমরা শঙ্কিত।’

উল্লেখ্য যে, গত ৬ ও ৭ই জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইনে ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়’ এই মর্মে একটি নিউজ প্রচার হয়। এই নিউজ প্রচারের পরেই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচরে বসে এবং তারপরেই এই নিউজের বিপক্ষে হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি মামলা করেন। সেই মামলায় শনিবার সন্ধ‌্যায় তানুকে গ্রেপ্তার করে পুলিশ।