সারা বাংলা

দিনাজপুরে গত ১০ দিনে আক্রান্ত ১৬৭১, মৃত্যু ২৩ 

দিনাজপুর জেলায় গত ১ জুলাই থেকে শনিবার (১০ জুলাই) পর্যন্ত সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৭১ জন ও প্রাণ হারিয়েছেন ২৩ জন।

রবিবার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মদ আবদুল কুদ্দুস আলী।

তিনি জানান, জুলাই মাসের গত ১০ দিনে জেলার ১৩ টি উপজেলায় ১৬৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।

তিনি আরও জানান, ১০ দিনে আরটিপিসিআর টেস্ট হয়েছে ৩৭৪৮ জনের এবং পজিটিভ ১১৪১ জন।

র‍্যাপিড এন্টিজেন টেস্ট হয়েছে ১৮৫৭ জনের, এথেকে পজিটিভ ৫৩০ জনের। গত ১০ দিনে গড় শনাক্তের হার ছিল ৩২.১৭%।