সারা বাংলা

আশুলিয়ায় ২ গরুসহ ৫ চোর আটক

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে দুই চোরাই গরুসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- বগুড়া জেলার কাহলু থানার আরোলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), একই জেলার সদর থানার কাঠনাল পাড়ার আব্দুল কাদেরের ছেলে মকুল শেখ (৪৫), সাজাহানপুর থানার শাহাপাড়া গ্রামের মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), একই জেলার নন্দী গ্রাম থানার শহরপুড়ী গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও আশুলিয়ার ধলপুর এলাকার ইমান আলী শেখের ছেলে সমেজ শেখ (৪০)।

তারা সবাই আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বিভিন্ন বাসায় ভাড়া থাকতো। এদের ভেতর আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে ১৪ টি চুরিরসহ বিভিন্ন মামলা রয়েছে৷

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়ায় এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া দুই গরুসহ তাদেরকে আটক করা হয়েছে। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে৷

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বলেন, কিছুদিন আগে আশুলিয়ার বাগবাড়ি থেকে গরু চুরি হয়। আজ সন্ধ্যায় সেই গরুগুলো দেখতে পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সঙ্ঘবদ্ধ চোর চক্র।