সারা বাংলা

ভাই ও তার ছেলে-মেয়েদের হাতে ভাই খুন 

কুমিল্লার তিতাসে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ছোট ভাই ও তার ছেলে-মেয়েদের হাতে বড় ভাই খুন হয়েছে । বুধবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

হত্যাকাণ্ডের শিকার মোর্শেদ আলম (৫৫) ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে মুকবুল তার বাড়ির পাশের রাস্তায় কাঁঠাল গাছ লাগাতে যায়। এ সময় প্রতিবেশী নুরু মিয়া তাকে রাস্তার বাইরে গাছ লাগাতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে মোর্শেদ আলমকে ডেকে আনেন নুরু মিয়া। এসময় বড় ভাইয়ের সঙ্গে  কথা-কাটাকাটি হয় মুকবুলের। এক পর্যায়ে মুকবুল শাবল দিয়ে এবং তার ছেলে নুর নবী ইট দিয়ে মোর্শেদকে আঘাত করে। এসময় মকবুলের মেয়ে সুমি আক্তার লাথি মারলে মোর্শেদ আলম মাটিতে লুটিয়ে পড়েন।  গুরুতর অবস্থায় দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোর্শেদের মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।