সারা বাংলা

চাপ নেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে, চলছে ১৫ ফেরি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫ ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। পর্যাপ্ত ফেরি ও নদী শান্ত থাকায় ঘাট এলাকায় কোনো চাপ নেই।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি)  আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জিল্লুর রহমান জানান, আজ মধ্যরাত থেকে দূরপাল্লার বাস পারাপার শুরু হয়েছে। ফেরিগুলোতে সাধারণ যাত্রীরাও পারাপার হচ্ছে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় কোনো চাপ নেই। অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন, পরিবহন বাস ও প্রাইভেটকার আগে পারাপার করা হচ্ছে। ফলে ঘাট এলাকায় দুইশো ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। সেগুলোও পর্যায়ক্রমে পারাপার করা হবে।