সারা বাংলা

বাগেরহাটে করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়াল 

বাগেরহাটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৩২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাটে ৫ হাজার ৬৩ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। 

জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছে এক জন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ১০৪ জনে পৌঁছেছে। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং  বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ৩৭৩ জন রোগী রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩৭ জন, মোল্লাহাটে ১৭, ফকিরহাটে ১৬, মোড়েলগঞ্জে ৪, মোংলায় ১, কচুয়ায় ৫, চিতলমারী ৩ এবং শরণখোলায় ৫ জন রয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, কোভিড উপসর্গ নিয়ে চার উপজেলায় চারজন মারা গেছে।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ‘এটা আমাদের জন্য উদ্বেগের। মৃত্যুর সংখ্যা শতক পার হয়েছে আরও দুদিন আগে। এসবই করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার অন্যতম লক্ষণ। এই পরিস্থিতিতে আরও বেশি সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নেই।’