সারা বাংলা

হবিগঞ্জে করোনা শনাক্তের হার ৫০ দশমিক ৪২ শতাংশ

হবিগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা করোনায় আক্রান্ত হয়েছেন।

২৩৮টি নমুনা পরীক্ষার বিপরীতে এই ১২০ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৫০ দশমিক ৪২ শতাংশ।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল।

ডেপুটি সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত হওয়াদের মধ্যে হবিগঞ্জ সদরে ৪৭, নবীগঞ্জে ২৯, বানিয়াচংয়ে ১৪, মাধবপুরে ১০, চুনারুঘাটে ৯, লাখাইয়ে ৫, আজমিরীগঞ্জে ৪ ও বাহুবলে ২ জন। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৬০৩ জন। এর মধ্যে ২২৪০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২৬ জন।