সারা বাংলা

বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ মৃত্যু, শনাক্ত ১৯৫

বগুড়ায় করোনা এবং উপস‌র্গে আ‌রও ১৯ জ‌নে‌র মৃত‌্যু হ‌য়ে‌ছে।  এর ম‌ধ্যে ৭ জন ক‌রোনায় এবং উপস‌র্গে ১২ জ‌ন মারা গে‌ছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন ক‌রে আ‌রও ১৯৫ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। একই সময় সুস্থ হ‌য়ে‌ছেন ১২৬ জন।

রোববার (১৮ জুলাই) বেলা সা‌ড়ে ১১টায় ডেপু‌টি সি‌ভিল সার্জন ডা. মোস্তা‌ফিজুর রহমার তু‌হিন এসব তথ‌্য জানান।

২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব‌্যক্তিরা হলেন— কাহালুর ফাতেমা (৫৫), সদরের ইজাজুল (৬৮), লতিফপুর এলাকার আজিজুল (৮২), সদরের আনোয়ার (৬৮), সদরের রাজিয়া (৬০), সারিয়াকান্দির নূর জাহান (৬১) এবং সদরের সাহেরা (৪০)।

ডা. তুহিন জানান, ক‌রোনায় ৭ জন মারা যাওয়া ছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গে আরও ১২ জনের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এছাড়া ২৪ ঘণ্টায় জেলায় ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফ‌লে ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৭০ শতাংশ। এ নি‌য়ে জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৩৯ জন। মারা গে‌ছেন  ৫০৬ জন। বর্তমা‌নে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন ২ হাজার ১৩১জন।