সারা বাংলা

করোনায় সুনামগঞ্জ আ.লীগের সহ-সভাপতি শফিকুল আলমের মৃত্যু 

করোনা আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল আলম মারা গেছেন।

শনিবার (১৭ জুলাই) রাতে সিলেট নগরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

শফিকুল আলম স্ত্রী-সন্তানসহ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৭ জুলাই) শফিকুল আলমকে সিলেট নগরের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহসহ নেতাকর্মীরা।