সারা বাংলা

ওসমানী হাসপাতালে রুটিন অস্ত্রোপচার বন্ধ

অপারেশন থিয়েটারের উন্নয়নমূলক সংস্কার (রিনোভেশন) কাজের জন্য সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়মিত (রুটিন) অস্ত্রোপচার (অপারেশন) বন্ধ রাখা হয়েছে।

তবে এ সময়ে জরুরি অস্ত্রোপচার চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

সোমবার (১৯ জুলাই) দুপুরে তিনি জানান, ‘ওসমানী হাসপাতালের সকল অপারেশন থিয়েটারের রিনোভেশন হবে। এজন্য ১৫-২০ দিন সময় লাগতে পারে। এ সময়ে হাসপাতালে জরুরি অপারেশন, গর্ভবতী মায়েদের অপারেশন এবং ক্যান্সার আক্রান্ত রোগীর অপারেশন প্রায়োরিটি ভিত্তিতে চলমান থাকলেও রুটিন অপারেশনগুলো বন্ধ থাকবে।’

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ১৪ হাজার লিটার অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। ফলে এ হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট নেই বলেও জানিয়েছেন তিনি।