সারা বাংলা

গাজীপুরে গ্যাসের গন্ধ: যা বলছে তিতাস কর্তৃপক্ষ

গাজীপুর সিটি কপোরেশনের বিভিন্ন এলাকায় হঠাৎ গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। এতে অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে চুলায় রান্না করা বন্ধ করে দেন।  

গাজীপুর সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫, ২৮ নম্বর ওয়ার্ডে (১৯ জুলাই) বিকেল থেকে গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

জয়দেবপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকার বাসিন্দা মেহবুবা মৌলি সূচনা বলেন, ‘কয়েকদিন হলো গ্যাসের সমস্যা হচ্ছে। গতকাল বিকেলে রান্না করতে গিয়ে প্রচুর গ্যাসের গন্ধ পাই। ভয়ে রান্না করিনি। রাতে গন্ধ প্রতিটি রুমে ছড়িয়ে পড়ে। সকালেও ওই গন্ধ পাওয়া যাচ্ছে।’

২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফসানা আক্তার বলেন, ‘আমরা পরিবারের সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। পরে জানতে পারলাম আরও অনেক বাসায় এমন গন্ধ। তখন ভাবলাম অন্য কোনো সমস্যা হয়েছে।’

এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন গাজীপুর শাখার ব্যবস্থাপক (অপারেশন) রেদওয়ানুজ্জান রাইজিংবিডিকে বলেন, ‘গ্যাসের এই গন্ধ সবসময় থাকে কিন্তু আমরা বুঝতে পারি না। গ্যাসের চাপ কমে গেলে গন্ধটা বেশি পাওয়া যায়। তখন এটা বোঝা যায়। ঈদের ছুটিতে লোকজন বাড়ি যাওয়ায় আবাসিক এলাকাগুলোতে হঠাৎ অনেক বেশি গ্যাসের চাপ কমে গেছে। যার ফলে গন্ধ বেশি পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য অনেক সময় সুবিধা তৈরি করে। কোথাও গ্যাসের পাইপ লিক হয়েছে কিনা সেটার ধারণা পাই।’ তিনি গ‌্যাসের গন্ধে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।