সারা বাংলা

ঈদের পরদিনই ঢাকায় ফিরছেন অনেকে 

ঈদের ছুটি শেষ হয়নি এখনও। তবুও শুক্রবার সকাল থেকে ফের লকডাউন শুরু হওয়ার খবরে কর্মজীবী মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় গিয়ে দেখা গেছে, ঈদের পরদিনই অনেকেই ফিরছেন। তবে ২৩ থেকে ৫ আগস্ট লকডাউনের খবরে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকায় আবার গ্রামেও যাচ্ছেন অনেকে।

নাটোর থেকে স্ত্রী-সন্তান নিয়ে গাড়ি থেকে নামলেন সোবাহান মোল্লা। তিনি বলেন, ‘ছুটি শেষ হয়নি তবুও চলে আসলাম। কাল থেকে লকডাউন। যদি চাকরিতে সমস্যা হয়, তাই দেরি না করে চলে আসলাম।’

সিরাজগঞ্জের বেলকুচি কেজিরমোড় থেকে গাজীপুর এলেন কাশেম আলী নামে এক যাত্রী।

তিনি বলেন, ‘এখনও ৩ দিন ছুটি আছে। কিন্তু যাওয়ার সময় যানজটে আটকে ছিলাম ১০ ঘণ্টা। কাল থেকে লকডাউন। যদি ফিরতে না পারি। এজন্য সকালে বের হয়েছি যেন আবার যানজটে পড়তে না হয়। তবে খুব আরামে আসলাম। ভাড়াও কম, রাস্তাও ফাঁকা।’

রাজশাহীগামী আর এস আর পরিবহনের চালক মেহেদী জানালেন, রাজশাহী থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছেন। কিছু যাত্রী গাজীপুরে নামলেন। আবার অনেকেই নামবেন মহাখালী।  

এস আই পরিবহন সুপারভাইজার শরিফ বললেন, ‘ঢাকায় ফেরার চাপ আজ থেকে শুরু হচ্ছে। কারণ কাল থেকে লকডাউন শুরু হচ্ছে। আবার অনেকেরই শনিবার থেকে অফিস আছে তাই ঝামেলা ছাড়াই অনেকে আগেভাগে চলে আসছেন।’

সালনা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি মীর গোলাম ফারুক রাইজিংবিডিকে বলেন, ‘আগামীকাল থেকে লকডাউন শুরু। সরকারি নির্দেশ মোতাবেক হাইওয়ে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিধিনিষেধের আওতার বাইরে থাকা গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।’