সারা বাংলা

পাগলা কুকুরের কামড়ে ছেলের মৃত্যু, শোকে মায়ের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনিতে পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে নয়ন পাল (৩৪) নামে এক যুবক বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকার একটি হাসপাতালে মারা যান।

এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে সেদিনই তার বৃদ্ধা মা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। শুক্রবার (২৩ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। খবরটিতে এলাকায় বিষাদের ছায়া নেমে আসে।

নয়ন পাল কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের গৌতম পালের ছেলে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, মৃত্যুর ১৭ দিন আগে নয়নকে পাগলা কুকুরে কামড় দেয়। পৌর কর্মচারী সংসারের একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে মা মেঘনা পাল (৬০) বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ (শুক্রবার) সকালে সেখানে তার মৃত্যু হয়।

নিহত নয়ন পালের সঙ্গে ওই একই দিনে কুকুরের কামড়ে শিশুসহ আরও ১৪ জন আহত হয়েছিল।

প্রতিবেশি মেহেদী হাসান ও দিদার হোসেন বলেন, নয়নের বাবা ২০ বছর আগে মারা গেছে। তার মা তাকে লালন পালন করে বড় করেছিল। এ নিয়ে আমাদের পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল।