সারা বাংলা

৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৯ কিশোর

কুমিল্লায় জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে নয় কিশোর-তরুণ। জেলার বুড়িচং উপজেলার হালগাঁও জামে মসজিদের উদ্যোগে ৮ থেকে ২০ বছর বয়সী নয়জন টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় তাদের বাইসাইকেল উপহার দেওয়া হয়।

প্রতিযোগিতায় ৩৯ জন অংশ নিলেও শেষ পর্যন্ত নয়জন সব নামাজ জামাতে পড়তে সক্ষম হয়।   

শুক্রবার (২৩ জুলাই) বাদ জুমা মসজিদ কমিটির উদ্যোগে বিজয়ীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন- হালগাঁও গ্রামের মো. সায়মন ইসলাম সানি, ফাহিম, শান্ত, মহিবুল্লাহ, রিজওয়ান, সাইদ মেহেদী হাসান, মিনহাজ ও তাজজীদ।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিমসার জুনাব আলী কলেজের সহকারী অধ্যাপক ও মসজিদ কমিটির সভাপতি মো. মনিরুল হক। বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুল জলিল, মনিরুল ইসলাম, নুরুল ইসলাম, শাহআলম প্রমুখ।

অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।