সারা বাংলা

ইউএনও’র চেষ্টায় হারানো ছেলেকে খুঁজে পেলেন মা

ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারে ঘুরে বেড়াচ্ছিল ৭ বছরের এক শিশু। বাক-প্রতিবন্ধী হওয়ায় শিশুটি বাবা-মা’র নাম, ঠিকানা বলতে পারছিল না। তাকে উদ্ধার করে উপজেলা পরিষদের সমাজসেবা বিভাগে নিয়ে যায় পুলিশ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চেষ্টায় শিশুটির পরিবার খুঁজে বের করে তাকে মায়ের হাতে তুলে দেয়া হয়েছে।

জানা যায় শিশুটির নাম সাগর। সে আশুলিয়ার নবীনগরের কুরগাও এলাকার শিউলি বেগমের ছেলে।

এর আগে শুক্রবার রাতে কালামপুর বাজার এলাকা থেকে সাগরকে উদ্ধার করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান সাগরকে থানায় নিয়ে যান। আজ সকালে তিনি সমাজসেবা বিভাগের মাধ্যমে বিষয়টি ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকিকে জানান। জকি শিশুটির ছবি তুলে ফেইসবুক পেইজে শেয়ার করেন। পোস্টটি ধামরাইজুড়ে ব্যাপক শেয়ার হওয়ার দুই ঘণ্টা পরেই তার বাবা-মা উপজেলা পরিষদে এসে সন্তানের খোঁজ পান।

এদিকে ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভাসছেন শিউলি দম্পতি। মা শিউলি বেগম বলেন, ‘ছেলেকে অনেক জায়গায় খুঁজেছি। পাইনি। ও কথাও বলতে পারে না বিধায় আমার আত্মায় পানি ছিল না। হঠাৎ লোকজনের কাছ থেকে জানলাম আমার ছেলেকে ইউএনও স্যারের জিম্মায় রাখা হয়েছে। খবর পেয়ে ছুটে এসেছি। দুইদিন পর ছেলেকে ফিরে পেয়ে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি।’

এ প্রসঙ্গে হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, শিশুটিকে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ পোস্ট করি। অন্যদেরকেও বাবা-মা’র খোঁজ পেলে জানানোর অনুরোধ করি। আজ শিশুটির পরিবারের সন্ধান পাওয়ায় তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’