সারা বাংলা

বৃষ্টি ও জোয়ারে পানিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

চট্টগ্রাম নগরী ও জেলায় হালকা বৃষ্টি ও জোয়ারের পানিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  শনিবার (২৪ জুলাই) বিকেল থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রোববার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বিভিন্ন স্থানে। প্রায় হাঁটু পানিতে তলিয়ে আছে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা এবং একই এলাকার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিচতলা।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চঙ্গা বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে প্রায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  থেমে থেমে এই বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ও সিডিএ আবাসিক এলাকায় হাঁটুপানি জমে যায়। একই দুরাবস্থায় পড়েছেন হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, বারইপাড়া, বহদ্দারহাট, বাদুরতলা, পুরাতন চান্দগাঁও, খাজারোড, বাকলিয়া ডিসি রোড এলাকার বাসিন্দারা।